চট্টগ্রাম •
মিয়ানমার থেকে বাংলাদেশে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা ঢোকার চেষ্টা করেছিল। তাদের সে চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম তারা (রোহিঙ্গা) সীমান্ত এলাকায় সমবেত হচ্ছে এবং বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোঁজ-খবর নেওয়ার পরে আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। বাংলাদেশে ঢোকার জন্য অনেকেই চেষ্টা করছিল, তা আমরা নস্যাৎ করে দিয়েছি। ‘আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের মতো ঘটনা আর ঘটবে না।’
রোহিঙ্গাদের প্রবেশের পেছনে অনেক দালাল চক্র রয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, দালাল চক্রগুলোর অপচেষ্টা সব সময় থাকে। সীমান্তের একদিক থেকে, অন্য দেশ থেকে লোকজন অনুপ্রবেশের সঙ্গে জড়িত অনেক বিষয় আমরা নস্যাৎ করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-