নাফনদের কিনারায় মিললো অজ্ঞাত দুই লাশ!

 


গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল ডটকম •

মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের নাফনদের কিনার থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে সাবরাং নাফনদীর কিনারায় ১টি মৃতদেহ ভাসছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী এস আই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মৃতদেটি উদ্ধার করে। অপর দিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড জেটি ঘাঁট সংলগ্ন নাফনদের কিনারায় প্যারাবনে আরো একটি লাশ ভাসছে। উক্ত সংবাদটি পাওয়ার পর এস আই বন্দুর রউফ বুল বুল’র নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। দুটি মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মৃত দেহ গুলো ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

এব্যাপারে স্থানীয় সচেতন সমাজের ব্যাক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অভ্যন্তরীন কোন্দলে মারা যাওয়া মৃতদেহ গুলো সাগরে ফেলে দিয়েছে। সেই দেহ গুলো হয়তো সাগরের জোয়ার ভাটার খেলায় টেকনাফের নাফনদ উপকুলে ভেসে এসেছে।

আরও খবর