গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চকরিয়া প্রতিনিধি •


কক্সবাজারের চকরিয়ায় লিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকায় শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার হয়।

লিমা আক্তার ওই এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।

লিমার মা রাশেদা বেগম বলেন, শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।

এদিকে স্বামী তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে ভাত খেয়ে দোকানে যাওয়ার সময় স্ত্রী লিমা আক্তারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দোকানে চলে যাই। বিকালে খবর পাই ঘরের চালার সাথে রশি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লিমা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা জানা যাবে।

আরও খবর