আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ অপরাধ নির্মূলে দল-মতের পার্থক্য ভুলে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেগবান করতে সবার সহযোগিতাও কামনা করেছেন।
তিনি বলেন, মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকেন তাদের সাথে সাধারন মানুষের মধ্যে মেলবন্ধন হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হলে পুলিশের দায়িত্ব অনেক কমে যাবে এবং সমাজে শান্তি শৃংখলা আরো নিশ্চিত হবে বলেও জানান তিনি।
তাই বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, সামনে শারদীয় দুর্গোৎসব। নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকটি পূজা মণ্ডবের সভাপতি, মসজিদে ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সুন্দর করে সমন্বয় করি৷”
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পুলিশই জনতা – জনতায় পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস মুক্ত, মানব পাচার , বাল্য বিবাহ ,ইভটিজিং, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে উখিয়া থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় এ-সব কথা বলেন তিনি।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এসআই মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাকিল আহমেদ। এসময় তিনি উখিয়ায় ৪২% পরিবার ব্যবসায় জড়িত বলে উল্লেখ করেন।
পরবর্তীতে উক্ত সভায় উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিবৃন্দ।
এসময় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, জেলায় বিভিন্ন অপরাধের মধ্যে ৬৬% অপরাধ হলো মাদক৷ এতো অপরাধ, এতো মামলা স্বল্প পুলিশে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে৷ সবাইকে সচেতন এবং তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাহউদ্দিন, রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ আরও অনেকেই।
এসময় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে। প্রকৃত কারবারিদের তালিকা করে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সকলকে এগিয়ে আসতে হবে। সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সচেতন থাকতে হবে। সমাজে যত অপরাধ রয়েছে তা নিজ নিজ উদ্যোগে নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, ছাত্রছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রমুখ৷
এ অনুষ্ঠানে সার্বিক তদারকি ও আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-