সংবাদদাতা:
মাদক মামলার আসামী ও বিতর্কিত ছাত্রলীগ নেতাদের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন ঘিরে নামের মিল থাকার কারনর বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।এতে করে প্রতিপক্ষের লোকজন মানহানি ও অপপ্রচার সুযোগ নেয়ার চেষ্ট করছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, সাদ্দাম নামের একজন মাদক মামলার আসামী ঈদগাঁও উপজলা সভাপতি পদ ভাগিয়ে নিতে তদবির করে যাচ্ছেন। অনেকের পাশাপাশি তার নামও যুগান্তরের করা নিউজে উঠে আসে।কিন্তুু এ নিউজ ঘিরে নামের মিল থাকায় কর্মীবান্ধব ছাত্রলীগ নেতা ঈদগাঁও এর ইসলামাবাদের সাদ্দাম হোসেন বলে অপ প্রচার চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, একটি মাদক মামলার আসামীদের নিয়ে একটি নিউজকে কেন্দ্র করে নামের মিল থাকায় একটি পক্ষ আমাকে দুর্বল করার জন্য আমার নামে অপপ্রচারের চেষ্টা করে যাচ্ছে। অথচ নিউজে একজন মাদক মামলার আসামী নাম উল্লেখ করা হয়েছে। আমার নামতে কোন মাদকের মামলা নাই এমন কি মাদক কারবারিদের সাথে আমার ওঠাবসা ও নাই।
তিনি বলেন, আমি যুগান্তরের ওই নিউজ এর প্রতিবেদক জসিম ভাইয়ের সাথে আমি কথা বলেছি,তিনি উল্টো আমাকে প্রশ্ন করেছেন যে আমার নামে কনো মাদকের মামলা আছে কিনা? তিনি বলেছেন, আমি যে সাদ্দামের বিরুদ্ধে নিউজ করেছি তার বিরুদ্ধে মাদকের মামলা আছে।
জানতে চাইলে ওই নিউজ এর প্রতিবেক জসিম উদ্দিন বলেন,আমার একটি নিউজকে ঘিরে নাকি ঈদগাঁও এর সাদ্দাম নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছেন তিনি। মূলতো আমি যার বিরুদ্ধে নিউজ করেছি সে একজন মাদক মামলার আসামী এবং সভাপতি প্রার্থী। এ সাদ্দাম সে সাদ্দাম নয়। তবে নামের মিল থাকায় হয়তো বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে।যা কখনো কাম্য নয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-