দুই রোহিঙ্গা হত্যা: আসামি গ্রেপ্তার

টেকনাফ অফিস •

টেকনাফে দুই রোহিঙ্গা মাঝি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম প্রকাশ জাহিদ আলমকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার আবুল কালাম প্রকাশ জাহিদ আলম উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মৃত সোলা আলীর ছেলে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৮টার দিকে র‌্যাবের একটি টিম শীলবুনিয়াপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন রোহিঙ্গা মাঝি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একমাত্র আসামি আবুল কালাম প্রকাশ জাহিদ আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর