মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইকের (টমটম) ধাক্কায় শিহাম (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের হোয়ানক বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিহাম বড়ছড়া পূর্বপাড়ার আব্দু ছত্তার প্রকাশ বয়ানির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য আশেকুল ইসলাম।
জানা গেছে, দ্রুতগতির একটি ইজিবাইক ব্রিজের নিচে পৌঁছলে রাস্তার পাশে থাকা শিহামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী টমটম চালককে আটক করে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। এতে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। পরে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-