কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
রবিবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে উনচিপ্রাং ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৬এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারি নুর জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্প-২২ এ অভিযান পরিচালনা করে দুই মানবপাচারকারী কে গ্রেফতার করা হয়।
তারা হলো,ক্যাম্প-২২ এর ডি-১ ব্লকের আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা(৪০) ও বি-২ ব্লকের সৈয়দ আহমদের ছেলে সিরাজুল ইসলাম। তারা দুজনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-