গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের ইয়াবাসহ রেজাউল করিম নামে এক কারবারী আটক। সে পৌরসভা উত্তর জালিয়া পাড়া এলাকার নুরুল আমিন’র পুত্র।
১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোররাতের দিকে ধৃত আসামীর বসতবাড়ি থেকে ৫ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সংবাদের তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ধৃত রেজাউল করিমের বসতবাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে।
ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-