সীমান্তে ব্যাপক উত্তেজনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার হল পরিবর্তন

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার। এ ঘটনায় প্রাণ গেছে মো. ইকবাল (১৭) নামে এক যুবকের। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন রোহিঙ্গা। তাদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনারপাড়ায় বাংলাদেশ ভূখণ্ডের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই ওই এলাকার এসএসসি পরিক্ষার্থীর কথা চিন্তা করে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার হল পরিবর্তন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়া কুতুপালং কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাতের মধ্যে কুতুপালং উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল ১৭/০৯/২০২২ থেকে যথাসময়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এসএসসি/এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

 

আরও খবর