বান্দরবান প্রতিনিধি •
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে কানিজ ফাতেমা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফাতেমা একই এলাকার মো. এনাম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, আট মাস আগে ফাতেমার সঙ্গে এনামের বিয়ে হয়। মঙ্গলবার রাতে হঠাৎ এনামের পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা তাদের ঘরে গিয়ে দেখতে পান ঘরের চালের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফাঁস দিয়ে ফাতেমার দেহ ঝুলে আছে।
আজিজ নগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এনামুল হক ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-