টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ অফিস •


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চালক আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জলিল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি প্রাইভেট কারসহ চালককে আটক করতে সক্ষম হয়। আটক চালক আজিজুর রহমান প্রকাশ আজিজের দেখানো মতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালক টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জাঁহালিয়া পাড়া এলাকার অলি আহমদের ছেলে আজিজুর রহমান প্রকাশ আজিজ।

এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার। তিনি জানান, রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল টেকনাফ পৌরসভা এলাকার অলিয়াবাদ সাকিনের জলিল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারসহ এক চালককে আটক করে। আটক চালক আজিজুর রহমান প্রকাশ আজিজের দেখানো মতে প্রাইভেট কারের ডান পাশের দরজার নীচের প‍্যানেল কেটে এক কোটি পঞ্চাশ লক্ষ‍্য টাকা মূল‍্যমানের ৫০ হাজার পিস ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর