যানজট নিরসনে কোর্টবাজারে রোড ডিভাইডার স্থাপন!

ইমরান আল মাহমুদ,কক্সবাজার জার্নাল •


রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে যানজট নিরসনে এবার স্থাপন করা হয়েছে অস্থায়ী রোড ডিভাইডার। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পার্কিং নির্দিষ্ট করে দেওয়া হয়।

বুধবার(৭ সেপ্টেম্বর) উপজেলার চার ইউনিয়নের সংযোগস্থল কোর্টবাজার মূল স্টেশনে ট্রাফিক পুলিশের উদ্যোগে রোড ডিভাইডার স্থাপন করা হয়। এতে সড়ক দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সচেতন মহল।

পথচারী তাওহীদুল ইসলাম রাপী জানায়,কোর্টবাজার স্টেশনে যানজট যেনো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা খুবই অসহ্যনীয় হয়ে দাঁড়িয়েছে। রোড ডিভাইডার স্থাপনে সড়ক দুর্ঘটনা কিছুটা কমবে এবং পথচারীদের চলাচলে সুবিধা হবে বলে জানান তিনি।

উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা বলেন, “কোর্টবাজার স্টেশনে রোড ডিভাইডার না থাকায় টমটম সিএনজি চালকরা যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টি করে। এতে পথচারীদের চলাচলের ব্যাঘাতও ঘটে। যার ফলে যানজট নিরসনের জন্য পথচারীদের চলাচলের সুবিধার্তে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।”

আরও খবর