ক্যাম্পে ৮এপিবিএন’র অভিযানে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

শনিবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা মো.শরীফের বাড়িতে অভিযান চালিয়ে ৮হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় শরীফ কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর