এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’

বিনোদন ডেস্ক •

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে বাংলাদেশের আলোচিত সমালোচিত চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। কুয়ালালামপুর, সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং প্রদেশে সিনেমাটি প্রদর্শিত হবে ।

‘দিন: দ্য ডে’ সিনেমার লোকেশন এবং শো টাইম হলগুলোর নিজস্ব ওয়েব এবং অ্যাপসে দেখা যাবে। আরএমএইচ গ্লোবাল এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকেও সকল আপডেট পাবে দর্শকরা।

১৬ সেপ্টেম্বর ৫টা ২০ এর শোতে ‘দিন: দ্য ডে’ সিনেমার নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমায় এবং ১৮ সেপ্টেম্বর রবিবার ৫টা ২০ এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্স দর্শকদের সাথে সিনেমাটি উপভোগ করবেন বলে জানা গেছে।

অনন্ত এবং বর্ষার সাথে শোগুলো দেখার জন্য সিনেমা হলের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপস থেকে ৫ সেপ্টেম্বর হতে অগ্রিম টিকেট বুক করতে পারবে দর্শকরা ।

আরএমএইচ গ্লোবাল এসডিএন বিএইচডি’র পক্ষে সালাউদ্দিন আহমেদ জানান, ‘বিদেশে দেশের সিনেমাকে প্রোমোট করার অর্থ প্রিয় দেশকে প্রমোট করা। আসুন নিজ নিজ অবস্থান থেকে নিজের দেশকে ব্রান্ডিং করি’।

আরও খবর