নিজস্ব প্রতিবেদক •
নারীর প্রতি সহিংসতা কমাতে ইউএনএফপিএ-(UNFPA) এর অর্থায়নে Emergency Multi-sector Rohingya Crisis Response Project-(EMCRP) প্রজেক্টের উদ্যোগে ছাতা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে উখিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুইশত ছাত্র ছাত্রীদের এই ছাতা বিতরণ করা হয়।
উক্ত ছাতা বিতরণ অনুষ্ঠানে পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজার এর সিনিয়র কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শফিউল শাহিন সহ স্কুলের শিক্ষা-শিক্ষিকা, মুক্তি কক্সবাজার এর কর্মী প্রমুখ।
মুক্তি কক্সবাজারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, মুক্তি কক্সবাজার যে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ছাতার ব্যবস্থা করার জন্য কৃতজ্ঞ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-