উখিয়ায় পৃথক অভিযানে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার ও ২০টি স্বর্ণের বার জব্দ!

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার ও বিপুল স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান,বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র সদস্যরা রহমতের বিল নামক স্থানে ইয়াবা পাচারের খবরে অবস্থান নেয়। পরে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা কৌশলে ফাঁদ পেতে থাকে। এক পর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে চোরাকারবারিরা গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরাও আত্নরক্ষায় পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে মাদককারবারিরা একটি ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে বালুখালী কাস্টম মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বার সহ একজনকে আটক করতে সক্ষম হয় বলে জানায় বিজিবি’র এ কর্মকর্তা। আটক ব্যক্তি তুমব্রু এলাকার জাফর আহমদের ছেলে কবির আহমদ(৩০)।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর