কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারে ১৫ বছর আগের এক হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই রায় দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাবের আহমেদ, মহিউদ্দীন ও গিয়াস উদ্দিন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সুলতানুল আলম। রায় ঘোষণার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, ২০০৭ সালে চকরিয়ার ইসলাম নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুরুচ্ছালামকে চোর আখ্যা দিয়ে মারধর করেন অভিযুক্তরা। গাছে বেঁধে মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে মামলা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-