ছাত্রলীগ নেতাকর্মীদের কলমের মেধা দিয়ে বিশ্বকে জয় করার আহ্বান, ছাত্রলীগ সভাপতির

প্রেস বিজ্ঞপ্তি •

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কলমের মেধা দিয়ে বিশ্বকে জয় করতে হবে। তোমাদের কলম হোক শোষণমুক্তির হাতিয়ার। বঙ্গবন্ধুর করা এই উক্তিটি তিনি ছাত্রলীগ কর্মীদের প্রেরণার জন্য সবাইকে স্মরণ করিয়ে দেন।

বৃহস্পতিবার (২৫আগস্ট) সন্ধ্যা ৭টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও গণভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

সভাপতি সাদ্দাম বলেন,তোমাদের কলম হোক শোষণমুক্তির হাতিয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর উক্তি বুকে ধারণ করতে পারলে ভবিষ্যতে সব কাজে সফলতা অর্জন করতে পারবে। ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসমুক্ত করতে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম আরো বলেন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশ নামে একটি দেশ উপহার দিল তাকে বাঁচতে দিল না ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্য ঘটনা হয়তো দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল কিন্তু তারপরেও নানান চড়াই-উৎরাই দেরি হলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এভাবেই বঙ্গবন্ধুর আদর্শের কথা ছাত্রলীগ নেতা কর্মীদের সামনে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শাম্সউদ্দীন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সভায় সভাপত্বি করেন, নবগঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রহমান সৌরভ।

 

আরও খবর