বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের কলাতলী আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সালাহ উদ্দিনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নোয়াখালীর বাটিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এই রায় দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম সিকদার।
তিনি বলেন, ২০১৭ সালের ১১ অক্টোবর আবাসিক হোটেল থেকে মিনা সরকারের (২৬) গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ অক্টোবর স্বামী সালাহ উদ্দিনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ। পরে ২০১৮ সালের ২২ মে মামলার অভিযোগপত্র দাখিল করেন তিনি। আজ অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-