কক্সবাজার জার্নালে সংবাদ প্রকাশের জের: মামলা দায়ের

উখিয়ায় বনবিভাগের অভিযানে ড্রেজার মেশিন জব্দ: ৫শ ঘনফুট পাইপ ধ্বংস!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ দৌছড়ি বিটের আওতাধীন উখিয়ার হরিণমারা এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে বালু উত্তোলনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও ড্রেজার মিশন জব্দ করেছে।

রোববার (৩১জুলাই) বিকাল ৩ টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম এর নেতৃত্বে দৌছড়ি বিট কর্মকর্তা ও ভিলেজারসহ সংশ্লিষ্ট বিটের বন কর্মকর্তা ও সিপিজি সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, উখিয়ার হরিণ মারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সৈয়দ হোসেনসহ একদল বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভূমির পাহাড়ের নিচে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

আরও জানা যায়, তাদের অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে কেউ বাঁধা ও প্রতিবাদ করলে তাদের উপর চলে আসে চরম অত্যাচার নির্যাতন নিপীড়ন। তাই উক্ত বালি সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাইনা বলেও সূত্রে জানা যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনভূমির পাহাড়ের সাথে ড্রেজার মিশন বসিয়ে অবৈধভাবে বালি উত্তলনের কাজে ব্যবহ্নত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ৫শ ঘনফুট পাইপ ধ্বংস করা হয়।

তিনি জানান, বালি সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে একটি বন মামলা দায়ের করা হয়েছে এবং বালি ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর