ডেস্ক রিপোর্ট •
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবদল নেতা নিহত ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রহিম সদর উপজেলার বাসিন্দা।
রবিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে ভোলা জেলা বিএনপি। এ সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহিম নামে এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় পুলিশ ও ছাত্রদল সভাপতি নুরে আলমসহ ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (সেবাচিম) পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-