ঝটিকা সফর শেষে টেকনাফ ছাড়লেন পরিকল্পনামন্ত্রী!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল ডটকম •


মাত্র দুই ঘন্টার এক ঝটিকা সফরে টেকনাফ ঘুরে গেলেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে দায়িত্বে থাকা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

৩০ জুলাই (শনিবার) সকাল পৌনে সাড়ে ১০টার দিকে প্রাকৃতিক দৃর্শ্যঘেরা বিশ্বের দীর্ঘতম সৈকত উপকুল দেখতে দেখতে সৌন্দর্য্যের লীলাভুমি পর্যটন নগরী টেকনাফে পৌঁছান।

এরপর তিনি পর্যটন স্পট “এক্সক্লুসীভ জোন সাবরাং জিরো পয়েন্ট”, টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ড অন্তর্গত মিয়ানমার সীমান্তঘেঁষা নাফনদীর উপর গড়ে উঠা “অপরুপ দৃর্শ্যময় জেটি”, চির অমর প্রেম কাহিনীর গল্প নিয়ে তৈরী হওয়া পর্যটন স্পট “ঐতিহাসিক মাথিনের কুপ” পরিদর্শন করেন। মাত্র দুই ঘন্টার ব্যবধানে তিনি টেকনাফের এই পর্যটন স্পট গুলো ঘুরে দেখেন এবং ছবি তোলেন। এসময় তার সফর সংঙ্গী হিসাবে সাথে ছিলেন স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই,নাতী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এই ঝটিকা সফরে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন টেকনাফে কর্মরত সহকারী (ভুমি) এসিল্যান্ড এবং বর্তমানে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ইউএনও মো. এরফানুল হক চৌধুরী, পুলিশ ও বিজিবি সদস্যরা।

দুই ঘন্টার উক্ত সফর শেষ করে মন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার উর্দ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেছেন।

আরও খবর