গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে কর্মরত সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদ থেকে ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।
২৫ জুলাই (সোমবার) ভোররাতে নাফনদের খরের দ্বীপ নামক এলাকা থেকে মাদকের চালানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২২ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা। তবে অভিযানে পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে সেক্টর সদর দপ্তর রামুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. আজিজুর রউফ পিএসসি জানান, নাফনদের খরের দ্বীপ নামক জায়গায় জঙ্গলের ভিতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য লুকায়িত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এর নেতৃত্বে দুটি বিশেষ টহল দল ওই দ্বীপে অভিযান পরিচালনা করেন। টহলদল সেখানে চার ঘন্টা অভিযান চালিয়ে চোরাকারবারিদের গোপন আস্তানা খোঁজে একটি গাছের গোড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
কর্ণেল মো. আজিজুর রউফ আরো জানান, মাদক উদ্ধারের স্থানে কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে কারবারিদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-