নিজস্ব প্রতিবেদক, টেকনাফ •
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা অবকাঠামো নির্মাণ ও অবৈধ ভাবে সাগরের প্রবাল তোলার অভিযোগে ১০টি প্রতিষ্টানকে উচ্ছেদ করা হয়েছে।
এ সময় জোৎস্নালয় ও সীমানা পেরিয়ে নামে দুটি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেন্ট মার্টিনে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত অভিযানের নেতৃত্বে ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নিবার্হী ম্যজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।
ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা অবকাঠামো নির্মাণ ও অবৈধভাবে সাগরের প্রবাল তোলায় সেন্ট মার্টিনের পশ্চিম সমুদ্র সৈকতের জোৎস্নালয় ও সীমানা পেরিয়ে নামে দুটি প্রতিষ্টানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় আরও প্রায় ১০টি নতুন নিমাণাধীন প্রতিষ্ঠানের স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। ওইসব প্রতিষ্টানের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। নতুন করে আবারো নিমাণ করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-