রতন কান্তি দে •
৮’শ কোটির পৃথিবীর, সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্য বিষয়ের উপর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উখিয়ায় এক র্যালি, আলোচনা সভা,সনদ ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
২১ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম মোহাম্মদ ইউসুপ।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রঞ্জন বড়ুয়া রাজন, সিনিয়র মেডিকেল অফিসার (পরিবার ও পরিকল্পনা) ডা: মোহাম্মদ মুজিবুল হক।
অনুষ্ঠান শেষে কাজে অবদান রাখায় আট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী পরিদর্শক ও পরিদর্শিকা, এসএসসিএমও,এফ ডাব্লিউ সি, ইউনিয়ন পরিষদ, এনজিও সংস্থা আরটিএমআইকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, প্রতি বছর রোহিঙ্গা পরিবারগুলোতে সদস্য সংখ্যা বেড়েই চলেছে। প্রতি বছর তাদের সংখ্যা ৩০ হাজার করে বেড়ে যাচ্ছে। তাই রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ কোভিভ সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-