উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল হকের পরিবারের পাশে আল আমিন ফাউন্ডেশন

সংবাদ বিজ্ঞপ্তি •

মানবতার তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গরীব-দুঃখী মানুষের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সংগঠন আল আমিন ফাউন্ডেশন।

তারই ধারাবাহিকতায় গত ৭ জুলাই উখিয়ার হিজলীয়া স্টেশনে সড়ক দুর্ঘটনায় নিহত পূর্ব দরগাহ বিল এলাকার মৃত আলীম উদ্দিনের পুত্র নুরুল হকের পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। নিহত পরিবারকে এ সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।

এসময় আল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেন, আমাদের সংগঠন উখিয়ার প্রতিটি এতিম, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা নারী, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিজেদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। সড়ক দুর্ঘটনায় নুরুল হকের মৃত্যুর খবরে আমরা খুবই মর্মাহত হয়েছি। পরেই সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে আমরা তার পরিবারের খবর নিই এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিই। তারই ফলশ্রুতিতে মরহুম নুরুল হকের পরিবারের তিন এতিম সন্তানের পাশে দাড়িয়েছি।

তিনি সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল হকের পরিবারের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, আল আমিন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, আতিকুর রহমান নাঈম ও দফতর সম্পাদক, নুরুল আমিনসহ, ইঞ্জিনিয়ার মোঃ ইউনুছ এবং মো করিম রুবেল।

আরও খবর