টেকনাফ অফিস:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
বুধবার(২০ জুলাই) বিকেলে বাহারছড়া ইউনিয়নের রাজারছড়া বোটের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহার ছড়ার বোটের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন(২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নিছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-