ঘুমধুমে সাড়ে ৪৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি র‍্যাবের জালে!

নিজস্ব প্রতিবেদক •

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমের পশ্চিমপাড়া এলাকায় র‍্যাব-১৫ ‘র অভিযানে মৃত দুদু মিয়ার ছেলে মোজাম্মেল হককে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৭ হাজার ৬ শত ইয়াবা উদ্ধার করেছে তারা ।

জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে তাকে আটক করতে সক্ষম হন র‍্যাব-১৫ ‘র এ দলটি। আটক কৃত ব‍্যাক্তির নাম মোজাম্মেল হক। সে ঘুমধুমের নুরুল হক হেডম্যান পাড়ার এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্র জানান, জব্দ ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামীকে নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আর র‍্যাব ১৫ এর অভিযানিক দল সীমান্তে নিয়মিত অভিযান অব‍্যাহত রেখেছে।
এদিকে নাইক্ষ‍্যংছড়ি থানা সুত্রে জানা যায় হস্তান্তর মাদক ও আটক ব‍্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

আরও খবর