ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে প্রতিমন্ত্রী প্রান্তিক অঞ্চলের কৃষকদের সাথে কথা বলেন এবং উৎপাদিত পণ্যের বিষয়ে কথা বলেন।
পরে ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন,” ডিজিটাল ভিলেজ সেন্টারের প্রথম কাজ হবে প্রান্তিক অঞ্চলে কৃষকদের উৎপাদিত পণ্যের সাথে ক্রেতাদের সম্পর্ক সৃষ্টি করা। এ অঞ্চলের কৃষকদের নানা সমস্যা অনলাইনের মাধ্যমে সম্পাদন করে তাৎক্ষণিক সমাধান দেওয়া। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১৩ বছর আগের গ্রাম আর আজকের গ্রামের দৃশ্য অনেক পরিবর্তন ঘটেছে। যা শুধুমাত্র ডিজিটালাইজেশনের কারণে সরকারের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন,” প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের ৮হাজার ইউনিয়ন পরিষদে ডিজিটাল ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। যেটি মানুষের সেবার পাশাপাশি তথ্য প্রযুক্তির দিকে সকলকে ধাবিত করেছে।”
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সিনিয়র কর্মকর্তা, এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তা,ব্যাংক এশিয়ার প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রত্নাপালং ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক রত্নাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সহ নানা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন। দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে তিনি উখিয়া ত্যাগ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-