কমিশন–বাণিজ্যের অভিযোগ কক্সবাজারের সেই সার্ভেয়ারের বিরুদ্ধে

আব্দুল কুদ্দুস  রুহুল বয়ান, কক্সবাজার

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের একাংশ গড়ে উঠছে ধলঘাটা ইউনিয়নে।

এই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, দেড় বছর ধরে সার্ভেয়ার আতিকুর হোয়ানক ও ধলঘাটা ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের দায়িত্বে আছেন। এ সময় গড়ে তোলেন শক্তিশালী দালাল চক্র। বন্দরের জন্য অধিগ্রহণকৃত ৩১৫ একর জমির একরপ্রতি ক্ষতিপূরণের টাকা নির্ধারণ করা হয় ৫৫ লাখ টাকা করে। কিন্তু ক্ষতিপূরণের চেক নিতে গিয়ে জমির মালিকদের দালালের মাধ্যমে সার্ভেয়ারকে কমিশন দিতে হচ্ছে ২০-৩০ শতাংশ করে। কমিশন–বাণিজ্যের কথা এলএ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন এই জনপ্রতিনিধি।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের জন্য অধিগ্রহণ করা ৩১৫ একর জমির মধ্যে ৮০ শতক সাইরার ডেইল গ্রামের বাসিন্দা আবদুল শুকুরের। তিন মাস আগে তাঁর জমি অধিগ্রহণ করা হলেও ৫ জুলাই পর্যন্ত তিনি ক্ষতিপূরণের টাকা পাননি। শুকুর প্রথম আলোকে বলেন, ধলঘাটার একজন দালাল ৩০ শতাংশ কমিশনে ক্ষতিপূরণের চেক এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সার্ভেয়ার আতিকুর ধরা পড়ার পর সেই দালাল পালিয়েছেন।

মহেশখালীতে আতিকুরের কমিশন–বাণিজ্যের সঙ্গে জড়িত দালাল চক্রের সাতজনের নাম এখন স্থানীয় মানুষের মুখে মুখে। তাঁরা হলেন ধলঘাটার বাসিন্দা আহমদ উল্লাহ, কুতুবউদ্দিন ও তাজ উদ্দিন, মাতারবাড়ী ইউনিয়নের আশেক উল্লাহ, ঈদগাঁও এলাকার মোহাম্মদ মিজান, উখিয়ার মৌলভি আবুল বশর ও মোহাম্মদ জাহেদ। তাঁরা সবাই গা ঢাকা দিয়েছেন।

কমিশন দিয়ে ক্ষতিপূরণের চেক পাওয়ার কথা স্বীকার করেন কয়েকজন জমির মালিক। তাঁদের দাবি, গত তিন-চার মাসে এই একটি প্রকল্প থেকে দালালের মাধ্যমে সার্ভেয়ার আতিকুর পাঁচ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। কক্সবাজার ও চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় ক্ষতিপূরণের ফাইল (কাগজপত্র) তৈরি ও ঘুষের টাকা লেনদেন করতেন দালালেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জমির মালিক বলেন, ধলঘাটার একজন দালালের মাধ্যমে ২৫ শতাংশ কমিশনে জমির ফাইল এলএ অফিসে জমা হয়েছে। ঈদুল আজহার আগে চেক দেওয়ার কথা ছিল। এখন সার্ভেয়ার কারাগারে, দালালও লাপাত্তা। একই অভিযোগ ধলঘাটা ইউনিয়নের বনজামিরাঘোনা এলাকার বাসিন্দা আমির হোছাইন, কুতুবুদ্দিন, সরোয়ার কামাল ও শাহ আলমের।

সমুদ্রবন্দরের জন্য আমির হোছাইনের ১ একর, কুতুবুদ্দিনের ১৮ শতক, শাহ আলম গংয়ের ১ একর জমি ও সরোয়ার কামালের ১ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল চার মাস আগে। সার্ভেয়ারের সঙ্গে যোগাযোগও করা হচ্ছিল। কিন্তু এ পর্যন্ত চেক হাতে পাননি কেউ। অথচ তাঁদের একই সঙ্গে অধিগ্রহণ করা জমির কিছু মালিক দালালের মাধ্যমে ক্ষতিপূরণের চেক অনেক আগেই তুলে এনেছেন।

তবে সার্ভেয়ার ও দালাল চক্রের কমিশন–বাণিজ্যের বিষয়ে কিছু জানেন না মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, ক্ষতিপূরণের চেক হয় জেলা প্রশাসনের এলএ শাখা থেকে।

ক্ষতিপূরণের চেক প্রদানের ক্ষেত্রে দুর্নীতির সুযোগ নেই দাবি করে এলএ শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলও) আরাফাত সিদ্দিকী বলেন, কার্যালয়ের আশপাশে জমির প্রকৃত মালিক ছাড়া কারও প্রবেশ নিষিদ্ধ। সর্বত্র সিসি ক্যামেরা লাগানো।

 

• প্রথম আলো/সিবিজে

আরও খবর