বাসের চাকায় পিষ্ট ২ মোটরসাইকেল আরোহী

ডেস্ক রিপোর্ট •

মানিকগঞ্জে ঘিওরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কালীগঙ্গা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ২৪ বছর বয়সী জুয়েল মিয়া ও তার বন্ধু ২৫ বছরের মো. আশিকুর রহমান। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

স্থানীয়দের বরাতে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, রাতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জুয়েল ও আশিকুর মারা যান। আহত হন হাসিবুর। পরে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পরপরই উত্তেজিত হয়ে তরা এলাকায় সেলফি পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

আরও খবর