গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে বস্তাভর্তী ইয়াবার চালানসহ মাদক কারবারে জড়িত ৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
১২ জুলাই (মঙ্গলবার) বিকালের দিকে টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হচ্ছে, টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া এলাকার মো. ইমরানের স্ত্রী জাহিদা পরিমণি প্রকাশ মুন্নী (১৯), বদি আলম’র স্ত্রী রশিদা বেগম (২৫), পৌরসভা ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার এলাকার আবুল হাশেম’র পুত্র মো. রাশেদ (৩৩), সাবরাং ইউনিয়ন আলীর ডেইল এলাকার জাফর আলম’র পুত্র মো. তৈয়ব (৩২)।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকা থেকে মাদকের একটি চালান পাচার হতে পারে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী এসআই রফিকুল ইসলাম,রাফির নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রশিদা বেগম নামে এক মাদক পাচারকারীর বসত ঘরে অভিযান পরিচালনা করে উক্ত ঘরের খাটের নিচ হতে বস্তাভর্তী ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে জড়িত দুই নারী ও দুই পুরুষকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃত ৪ মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-