টেকনাফের শীর্ষ মাদক কারবারি ও হত্যা মামলার আসামী মেজর আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’-১৫ সদস্যরা টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকা থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদসহ মাদক বিভিন্ন অপকর্মে জড়িত একাধিক মামলার এক পলাতক আসামীকে আটক করেছে।

র‌্যাব-১৫ পাঠানো তথ্য সূত্রে জানা যায়, র‍্যাব-১৫ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক,অস্ত্র ব্যবসায়ী ধৃত আসামী হোয়াইক্যং ইউনিয়ন খারাংখালী এলাকায় একটি মার্কেটের সামনে অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পে কর্মরত একটি আভিযানিক দল ৭ জুলাই (বৃহস্পতিবার) গভীর রাত এক টার দিকে বর্ণিত স্থানে পৌঁছালে একজন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে আটক করে।

এরপর তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক,২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড গুলিও উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

ধৃত আসামী হচ্ছে, হোয়াইক্যং ৮নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া এলাকার জকির আহাম্মদ’র পুত্র আব্দুর রহিম প্রকাশ মেজর (৩৪)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ (ল’ এন্ড মিডিয়া) সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল উদ্দিন আরো জানান, আটক আসমী আব্দুর রহিম প্রকাশ মেজর টেকনাফের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী । সে টেকনাফের মাদক ও অস্ত্র পাচারের গডফাদার হিসাবে পরিচিত এবং একাধিক মাদক,অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামী।

তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মাদক মামলা,১টি অস্ত্র মামলা,
২ টি হত্যা মামলা,১ টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর