কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যা: ৪ আসামির রিমান্ড

কক্সবাজার প্রতিনিধি •


কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন (২৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলো— মামলার প্রধান অভিযুক্ত আজিজুল হক সিকদার, ফিরোজ আলম, মো. মুন্না ও মো. রিয়াজ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই সদর ‍উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার লাল মোহাম্মদের ছেলে। এ ঘটনায় ফয়সালের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ছয় জন পুলিশের হাতে ও দুই জন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

আরও খবর