সেন্টমার্টিন সমুদ্র থেকে ইয়াবার দু’টি বস্তা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের ছেড়াদ্বীপ গভীর সমুদ্র থেকে মালিকবিহীন ১ লাখ,৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা।

৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে কর্মরত মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে একই দিন বৃহস্পতিবার গভীর রাত একটার দিকে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বাংলাদেশ জলসীমানায় মিয়ানমারের একটি ফিশিং বোট দেখা যায়। ফিশিং বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত বোটটিকে থামানোর জন্য সংকেত দেয়।

এ সময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যগণ বোটটি ধাওয়া করলে ২ টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে বোটটি দ্রুত মিয়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে সমুদ্র থেকে বস্তা দুইটি উদ্ধার করে বস্তার ভিতর থেকে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর