কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসলে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত শিশুরা হলো– কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) এবং মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার বিকাল ৩টার দিকে জোয়ার আসে। সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এই দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।’
তিনি জানান, দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-