বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে শাহাজাহান চৌধুরী!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে দলের একটি জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটি ইতোমধ্যে ত্রাণ বিতরণ ও ত্রাণ-ফান্ড সংগ্রহ শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার জেলা বিএনপিরর সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশন চত্বর থেকে ত্রাণ-ফান্ড সংগ্রহ করছেন নেতাকর্মীরা।

আজ ৪ জুলাই (সোমবার) উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার চত্বরে থেকে বিএনপির কর্মীদের নিয়ে বন্যার্তদের সহায়তার টাকা কালেকশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন বিএনপি সভাপতি এম গফুর উদ্দিন, সাধারণ সম্পাদক জানে আলম, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল সিকদার, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী, উখিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজফার সাবিত চৌধুরী, যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক মনিরুল আলম, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলী হোসাইন সুমন, উখিয়া ডিগ্রি কলেজের ছাত্রদলের আহবায়ক, রাশেল মাহমুদ, যুবনেতা মোঃ শাহাজাহান, সালামত উল্লাহ, রফিকুল আলম, মোঃ ইউনুস খান, ছাত্রনেতা আজিজ প্রমুখ।

এসময় জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

তিনি বলেন, আমরা গণমানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। অতীতে করোনাকালে আমরা সারা দেশে বিভিন্ন ভাবে হেল্পসেলের মাধ্যমে সহায়তা দিয়েছি। এখন বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে আমরা বন্যার্তদের জন্য সহায়তা কামনা করছি। তারা বেশ সাড়া দিচ্ছেন। এই বন্যাই শেষ নয়, আরো বন্যার আশঙ্কা রয়েছে।

আরও খবর