ঈদুল আযহা’র পরেই কক্সবাজার জেলা আ’লীগে সম্মেলনের কার্যক্রম

সৈয়দুল কাদের •

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যাপক তৎপরতা শুরু করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। ঈদুল আযহা’র পরেই শুরু হচ্ছে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের কার্যক্রম। ইতোমধ্যে শুরু হয়েছে দলের সদস্য সংগ্রহের অভিযান ও নবায়ন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবার সরকার গঠন করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতোমধ্যে একাধীকবার কক্সবাজার সফর করেছেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ। প্রতিনিধি সভা সহ দুইটি সভা করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় নেতৃবৃন্দ। প্রধান আলোচ্য বিষয় ছিল দলের সকল মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্ন করার।

গত ৯ মার্চ আওয়ামী লীগের প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ঘোষিত তারিখ অনুযায়ী প্রতিটি মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করার নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, কোন বিদ্রোহী প্রার্থী দলের পদ পাবেন না। দলের সাংগঠনিক নিয়মের বাইরে কোন কার্যক্রম চলবে না। তবে ঘোষিত তারিখের মধ্যে শুধু মাত্র কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে জেলা আওয়ামী লীগ।

সম্প্রতি কেন্দ্রিয় নির্দেশে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলনের কার্যক্রম শুরু হলেও এখনো কক্সবাজার পৌর আওয়ামী লীগ ছাড়া কোন উপজেলা কিংবা পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়নি। তবে মহেশখালী পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে।

মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক পৌর মেয়র মকছুদ মিয়া জানালেন পৌর আওয়ামী লীগের সম্মেলন করার জন্য আমরা প্রস্তুত আছি। তারিখ নির্ধারিত হলেই সম্মেলন সম্পন্ন হবে। আমরা কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক যথা সময়ে সকল ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছি।

প্রাপ্ত তথ্যমতে গত ৩১ মার্চ এর মধ্যে সকল ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন, মে মাসের মধ্যে সকল উপজেলা আওয়ামী লীগে সম্মেলন এর তারিখ নির্ধারিত ছিল।

ঘোষিত তারিখ অনুযায়ি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ১৬ মে, ঈদগাও সাংগঠনিক উপজেলা ২৫ মে, টেকনাফ উপজেলা ২১ মে, কুতুবদিয়া উপজেলা ১৫ মে, উখিয়া উপজেলা ২৮ মে, সদর উপজেলা ২৬ মে, চকরিয়া উপজেলা ২ মে, মহেশখালী উপজেলা ২২ মে ও কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন ২৪ মার্চ ছিল। যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন।

ঈদুল আযহা ১০ জুলাই। এর পরেই আগষ্ট মাস শোকের মাস হওয়ায় কোন সম্মেলন হবে না ওই মাসে। দলের কর্মসূচীতে থাকবে শোক দিবসের কার্যক্রম। এত অল্প সময়ে কিভাবে এতটি ইউনিটের সম্মেলন হবে তা নিয়ে অনেকেই সন্দিহান।

জেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কেন্দ্রিয় নির্দেশনা থাকলেও এই অল্প সময়ে জেলা আওয়ামী লীগের সম্মেলন সহ সবকটি ইউনিটের সম্মেলন হওয়ার সম্ভবনা ক্ষীণ। এখনো এমন ইউনিয়ন রয়েছে কোন ওয়ার্ডের সম্মেলনও হয়নি।

তবে সম্মেলন হবে এমন আশাবাদী সকলে। আমরা চাই সম্মেলন হলেই নতুন নেতৃত্ব বেরিয়ে আসে। এছাড়া দল সুসংগঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে দলকে সংগঠিত করার বিকল্প নেই।এছাড়া দলের নতুন সদস্য সংগ্রহ অভিযান আরো জোরদার করা প্রয়োজন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক কার্যক্রম চলছে। সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে দলকে প্রস্তুত করাই আমাদের প্রধান লক্ষ্য। আশাকরি নির্ধারিত সময়ে সবকটি সম্মেলন সম্পন্ন হবে।

আরও খবর