রোহিঙ্গা শিবিরে ১৯ লাখ ইয়াবা উদ্ধার ৮ এপিবিএনের!

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা ১১টি ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ মাসে ১৯ লাখ ৯শ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অর্জন করেছে।

বিষয়টি দৈনিক বাঁকখালীকে নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানায়, গত ৩০ জুন ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর এ/০৪ ব্লকস্থ ‘লার্নিং সেন্টার’ সংলগ্ন রাস্তার উপর সাদা পোশাকে অভিযান পরিচালনা করলে কালো পলিথিন ব্যাগ হাতে সন্দেহভাজন ব্যাক্তির সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করলে তার হাতে থাকা ব্যাগ ফেলে পাহাড়ের সরু পথ ধরে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি ৮ হাজার পিস্ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়।

এ অভিযানের মধ্য দিয়ে গত এই অভিযানের মধ্য দিয়ে গত ১৪ ফেব্রুয়ারী ২১ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ১৬ মাসে ১৯ লক্ষ ৯শ পিস ইয়াবা উদ্ধারের মাইলফলক অতিক্রম করে ৮ এপিবিএন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার(পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান উক্ত মাইলফলক অতিক্রম করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

আরও খবর