উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার!

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ায় ৫০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। সাথে সিএনজি ও মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা কুতুপালং ক্যাম্প-১ ওয়েস্ট সি-১ ব্লকের আবু ছৈয়দ(২০)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতার আসামীর তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর