উখিয়ায় নারী এনজিও কর্মীকে কুপিয়ে রক্তাক্ত করলো রোহিঙ্গা যুবক

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নারী এনজিও কর্মীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক মাদকাসক্ত রোহিঙ্গা যুবক।

মঙ্গলবার (২৮ জুন) সকালে ক্যাম্প-২ ওয়েস্ট ডি-৫ ব্লকে রোহিঙ্গা মোহাম্মদ আলম মাদক সেবন করে মুক্তি কক্সবাজার এনজিওর এক নারী শিক্ষিকার ডান ও বাম হাতের কব্জি, পিঠে ও মাথায় কুপ দিয়ে গুরুতর জখম করে।

পরে আহত অবস্থায় নারী এনজিওকর্মীকে হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নারী এনজিওকর্মী ঘুমধুম কচুবনিয়া এলাকার সাধন বড়ুয়ার মেয়ে ডেইজি বড়ুয়া।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ১৪ এপিবিএন টহল দল উপস্থিত হয়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা মোহাম্মদ আলম কে গ্রেফতার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।  গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প-২ বি-৫ ব্লকের সামসুল আলমের ছেলে।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর