ক্যাম্প থেকে ‘নিখোঁজ’ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

নোয়াখালী প্রতিনিধি •

কক্সবাজারের ক্যাম্প থেকে দেড় মাস আগে ‘নিখোঁজ’ রোহিঙ্গা দীন মোহাম্মদকে নোয়াখালীর কবিরহাটে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত রোহিঙ্গা দীন মোহাম্মদ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের মুক্তার হোসেনের ছেলে। শনিবার রাতে কবিরহাটে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিলেন ঐ ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঐ সময় তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিক দেড় মাস আগে কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে নিখোঁজ হন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আরও খবর