ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ শাহ হত্যার ঘটনার প্রধান আসামীসহ তিনজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
রবিবার(২৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।
তিনি জানান,রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৩ এর ডি-৪৩ ব্লকে এক রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহ হত্যা মামলার ১,২ ও ১৪ নং এজাহারনামীয় আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,ক্যাম্প-৩ এর বি-২৪ ব্লকের নুর আলম(২৫),ই-৫৯ ব্লকের আব্দুল হামিদ(১৮) ও ডি-৪৩ ব্লকের আবু লাফা(২৮)। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাছাড়া গ্রেফতারকৃতরা রোহিঙ্গা দুষ্কৃতকারী হিসেবে আগে থেকে চিহ্নিত বলে জানান তিনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-