বিশেষ প্রতিবেদক •
টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সীমান্তে মাদকের চালান খালাস করতে গিয়েই আলোচিত-সমালোচিত পেশাদার মাদকের চালান খালাসকারী হাবিবুল্লাহকে আইসের চালানসহ গ্রেফতার করেছে বিজিবি।
সূত্র জানায়, ২৩জুন (বৃহস্পতিবার) রাত প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং খারাংখালী বিওপির বিশেষ টহল দল যৌথ টহল খারাংখালী বিওপির দক্ষিণ পাশে টহল দেওয়ার সময় নাফনদী সাঁতার কেটে এসে এক ব্যক্তি টহল দলকে দেখে কাঁদার মধ্যে লুকিয়ে যায়। তখন বিজিবি টহল দল তাকে কাঁদার মধ্যে দেখতে পেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এরপর তাকে ধাওয়া করে হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার পুত্র হাবিবুল্লাহ (৩৭) কে আটকের পর তার কোমরে অভিনব কায়দায় বাঁধা ৫ কোটি ১৭ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৫৪ গ্রাম আইসের চালান পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে জব্দকৃত আইসসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, উক্ত সীমান্ত দিয়ে অর্ধশত লোকজনের সমন্বয়ে এক হালির অধিক সিন্ডিকেট প্রতিযোগিতামুলকভাবে মাদকের চালান খালাস করে আসছে। ধৃত হাবিবুল্লাহ কিছুদিন পূর্বে মাদকের চালান করতে গিয়ে মিয়ানমারের স্বশস্ত্র মাদক কারবারী গ্রæপের হাতে অপহরণের শিকার হয়। পরে মাদক কারবারীদের সাথে আপোসের পর মুমূর্ষাবস্থায় ঝিমংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাইভাবে তাকে ফিরিয়ে আনা হয়। আতœগোপনে থেকে চিকিৎসা নেওয়ার পর আবারো মাদক কারবারী গডফাদারদের মাদকের চালান খালাসে জড়িয়ে পড়ে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত রাঘব-বোয়ালদের তথ্য বেরিয়ে আসতে পারে বলে সচেতন মহলের ধারণা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-