ক্যাম্পে আবারও এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সাড়ে ৫টা সময় বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৭ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ বালুখালী ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা মোহাম্মদ শাহ কে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান, তার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে খবর পেয়েছি তার সঙ্গে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) জনগোষ্ঠীর দ্বন্দ্ব ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।

আরও খবর