সাংবাদিককে তুলে নিয়ে হত্যার হুমকি, জিডি

বিশেষ প্রতিবেদক •


অনিয়মের সংবাদ প্রকাশ করার জের ধরে সাংবাদিককে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদুর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে তুলে এনে প্রহার ও হত্যার হুমকির বিষয় উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক নয়া শতাব্দীর কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল।

তিনি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকায় মঙ্গলবার ‘৫ বছরে লুট করেছে ২০ কোটি টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদের জের ধরে একইদিন সকাল ১১টা ২৪ মিনিটে মাহমুদুল করিম মাদু তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক শাহীনের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে সংবাদের বিষয়টি উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজের পর হত্যার হুমকি দেন। তার কাছে গিয়ে নিউজের ব্যাখ্যা না দিলে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করবে উল্লেখ করে ফোন রেখে দেন।

এ বিষয়ে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাদুর তার অপরাধ কর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে আমাকে হুমকি দেন। বিষয়টি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরসহ সহকর্মীদের অবগত করে মঙ্গলবার সন্ধ্যায় জিডি করেছি। হুমকিদাতাকে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী বলেন, সাংবাদিকদের নিউজ নিয়ে সংক্ষুব্ধ হলে নিয়মতান্ত্রিক পন্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নেতা মাদুর প্রক্রিয়াটি অগঠণতান্ত্রিক। সন্ত্রাসী এ স্টাইলটি গণমাধ্যমকে গলাটিপে মারার শামিল।

সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ি থেকে তুলে নিয়ে হুমকির বিষয়টি জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু বলেন, ‘এমন কোনো হুমকি দি নাই।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মনগড়া একটা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে রাসেল। আমি শুধু এ সংবাদের সত্যতা জানতে তাকে ফোন করেছিলাম।’

আরও খবর