আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এর আয়োজনে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুন) উখিয়ার গ্লোবাল ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরোধের কারণ, প্রভাব এবং সেগুলোর সমাধান সাংবাদিকতায় কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ধাপে অধিবেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন, গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি’র পরিচালক এবং চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, জিআইজেড এর পরামর্শক জাহিদ হাসান ও সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টি সমন্বয় করেন চ্যানেল আই- এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।
প্রশিক্ষণ শেষে শিক্ষণীয় প্রাণবন্ত একটি কার্যকর প্রশিক্ষণের আয়োজন করায় অংশগ্রহণকারী সাংবাদিকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-