ইমরান আল মাহমুদ, উখিয়া •
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭০হাজার ৯শ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন সদস্যরা।
১৯ জুন(রবিবার) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা তুলাতলী,পূর্ব ফারিরবিল বটতলী ও রহমতের বিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০হাজার ৯শ পিস বার্মিজ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. নুর হোসেন(৪০) ও মরিচ্যা নলবনিয়া এলাকার মো. শাহজালাল(২১)।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-