- ফাইসাল করিম জিহাদ •
কালো মেঘ উড়ে দেখ গগনের চারিধার
জল ঝড়ে বন জুড়ে নির্জন বারিধার।
মাঠ-ঘাট থৈ থৈ জল ভরে একাকার
মেঘ মালা জড়িয়ে নভখানি নিরাকার।
কাট ফাটা দাবদাহ জরাজীণ পত্তর
তৃষাদূর করে সব জল মেখে সত্তর।
টুপটাপ পতনের উন্মাদ সমীরণ;
হিজলের বনতলে মহীরুহে শিহরন।
আঁখি মোর যায় দূর চারদিক জলময়
শুভ্রতার কদমে মনখানি প্রেমময়।
কা’রে যেন মনে পড়ে রিমঝিম নিরালায়।
খেয়া বনে কুমারির অস্ফুট কলিকায়।
উষাতুষ দেয় ঘুম মুখডাকা চাদরে
অস্থির ব্যাকূলতা কারে খুজে সাদরে।
নদীপথ সরোবর জল ভরে টলমল।
নিঃঝুম ঝিরঝির দিকদিক ঝলমল।
দিয়ে দেয় ধরণি জলরঙে রাঙিয়ে।
সম্রাট বৃষ্টির অভিরুচি টাঙিয়ে।
চঞ্চলা আকাশে কাপে পাতা পল্লব
ক্রাস খায় মেঘ-পরী নবগনে উৎসব।
রূপেভরা কোলাহল বরষার প্লাবনে
রয়ে যায় রেশমালা বাংলার শ্রাবণে
____________________________________________
😎😎উজান গাঙের নাইয়া 😎😎
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-